নড়াইলে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে সভা

0
14

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উন্নত রাষ্ট্র ও জাতি গঠণে সর্বস্তরের জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, উপজলো চেয়্যোরম্যান সিকদার আ. হান্নান রুনু, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়দেুর রহমান, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন প্রমুখ। এছাড়া জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইব্রাহিম,নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র ও জাতি গঠণের জন্য সরকারের ভাবনাগুলো উপস্থাপন এবং দেশের চলমান উন্নয়নের অগ্রগতি সর্ম্পকে আলোচনা করেন। এছাড়া মাদক, যৌতুক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন। ‘মাদককে না’, ‘যৌতুক কে না’ এবং ‘বাল্যবিবাহকে না’- বলার মাধ্যমে অঙ্গীকার গ্রহণ করা হয়।