নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে একব্যক্তিকে কুপিয়ে হত্যা, ইউপি মেম্বারসহ আটক ৩

2
288

স্টাফ রিপোর্টার

আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল গ্রামে লিপু শেখ (৪০) নামে একব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার (২৮ এপ্রিল) সকালে সারোল বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপু সারোল গ্রামের মরফুদ শেখের ছেলে এবং ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। একপক্ষের মাতব্বর দিঘলিয়া ইউনিয়ন পরিষদ মেম্বার আশরাফুল আলমকে আটক করেছে পুলিশ। এদিকে, নিহত লিপু সাবেক মেম্বার খোকনের সমর্থক।

নিহত লিপুর পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল ৮টার দিকে লোহাগড়ার সারোল গ্রামের স্থানীয় বৌবাজার থেকে বাজার নিয়ে বাড়িতে ফেরার পথে বাজারের পাশেই লিপুকে কুপিয়ে গুরুতর জখম করে আলম মেম্বারের লোকজন। চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে সকাল ১০টার দিকে লিপুর মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের লোকজন ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার আশরাফুল আলমসহ তিনজনকে আটক করা হয়েছে।