সিরাজগঞ্জে হ্যান্ডকাপসহ পলাতক ছিনতাইকারী গ্রেফতার

0
7

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জে সওজ অফিসের পেছন থেকে হ্যান্ডকাপসহ পলাতক ছিনতাইকারী ফয়সাল আহম্মেদ (২৭)-কে গুলিবিদ্ধ অবস্থায় অবশেষে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ফয়সাল পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার ঈঁদগাহ মাঠ সংলগ্ন আব্দুর রাজ্জাকের ছেলে। একাধিক ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত ফয়সাল রাতে পুলিশের এক অভিযানের পর পালিয়ে যাবার সময় গুলিবিদ্ধ হয়। আহত ফয়সালকে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সদর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, ফয়সালসহ সংঘবদ্ধ একটি চক্র সন্ধার পর পরই সওজ অফিসের পাশের গলিতে অবস্থান করে প্রায়ই ছিনতাই করে। বুধবার রাতে ফয়সালসহ তার সহযোগীরা সেখানে ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ সেখানে অভিযান চালায়। রাত পৌনে ১১ টার দিকে পুলিশ ফয়সালকে আটক করে থানায় আনার পথে পুলিশকে মারপীট করে হ্যান্ডকাপসহ সে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এক ঘন্টা খোঁজাখুজির পর সওজ অফিসের পেছনে খালের পাশ থেকে বা-পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, ফয়সালের বিরুদ্ধে সদর থানায় ছিনতাইয়ের একাধিক অভিযোগও রয়েছে।