নড়াইলে ভয়াল ২৫ মার্চ ও গণহত্যা দিবস উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন

1900
14

স্টাফ রিপোর্টার

আজ সোমবার, ভয়াল ২৫ মার্চ ও জাতীয় গণহত্যা দিবস। নড়াইলে দিনটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে বেলা ১১ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে গণ হত্যার স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ূন কবির। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫শে মার্চ গণ হত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা, গণহত্যা ও মুক্তিযুদ্ধের উপর গীতিনাট্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী, বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং রাত ৯ টায় ১ মিনিট প্রতীকী ব্লাক আউট।