নড়াইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

9
7

স্টাফ রিপোর্টার

“এখনই সময় অঙ্গীকার করার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল বিশ্ব যক্ষ্মা দিবস। সোমবার (২৫ মার্চ) দিবসটি পালন উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ব্র্যাক, পিকেএস সূর্যের হাসি ক্লিনিক ও নাটাবের সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় একটি র‌্যালী সদর হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিস কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ-জামান মুন্সির সভাপতিত্বে আলেঅচনা সভায় সহকারি পুলিশ সুপার( সদর) মোঃ জালাল উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মিনা হুমাউন কবির, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবু, ব্র্যাকের জেলা প্রতিনিধি বিভঞ্জন বিশ্বস, পিকেএস এর জেলা কর্মকর্তা চন্দন মূর্খাজীসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।