নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালিত

0
7

স্টাফ রিপোর্টার

নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ৮টায় দিবসটি পালন উপলক্ষ্যে বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ ষ্টেডিয়াম শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। এসময় অস্থায়ী বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ও সংগঠন। পরে জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ।

জন্মদিন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমী চত্বরে আয়োজিত বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভায় বক্তৃতা করেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, অবসরপ্রাপ্ত শিক্ষিকা রাবেয়া ইউসুফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এছাড়া দোয়া অনুষ্ঠান, বিশেষ প্রার্থনা, বঙ্গবন্ধুর জীবন ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।