নড়াইলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

0
12

স্টাফ রিপোর্টার

নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শনিবার সকালে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে নড়াইল শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়াকালে ভূমিকম্পের সময় ভবন থেকে বের হওয়ার নিয়মাবলী, ভবনের ওপর আটকা পড়লে তাদের উদ্ধার কর্মকাণ্ড, গ্যাস সিলিন্ডার বা অন্য কোনভাবে আগুন ধরলে তাৎক্ষনিকভাবে নেভানোর কৌশল সহ বিভিন্ন অগ্নিকাণ্ডের বিভিন্ন কারণ ও নেভানোর কৌশল সম্পর্কে দেখানো হয়। একই সময় আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

এসময় জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইলের উপ-সহকারি পরিচালক মোঃ শামীমুল ইসলাম, ষ্টেশন অফিসার শেখ আহাদুজ্জামান, নড়াইল শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম সহ শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, দমকল বাহিনীর সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফাইল ছবি