নড়াইলের ৪৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত

0
63

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলার তিনটি উপজেলার ৪৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্কুল ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

নড়াইল শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম জানান, তৃতীয় শ্রেণী হতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ভোট দিয়ে মোট ৭জন প্রতিনিধি নির্বাচিত করেছে। এই বিদ্যালয়ে ৭টি পদে মোট ১০ প্রাথী প্রতিদ্বন্দিতা করে। প্রতিটি শ্রেণীতে দুজন করে মোট ৬জন এবং আরেকজন সর্বোচ্চ ভোটে নির্বাচিত মোট ৭জন প্রতিনিধি নির্বাচিতকরেছে শিক্ষার্থীরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শাহ আলম বলেন, ‘ সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বসূলভ গুনাবলির বিকাশ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, আচরণ সহ ভবিষ্যত প্রজন্মের নেতৃত্ব দেওয়ার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ন্যায় নড়াইল জেলার ৪ ৯৫টি বিদ্যালয়ে একযোগে স্কুল ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত ছাত্ররা বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, সুপেয় পানির ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে কাজ করবে। উৎসবমুখর পরিবেশে এসব বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।’