তরুণ প্রজন্মের জন্য আসছে লোহাগড়ার লেখকের ইতিহাস সমৃদ্ধ ”ইতি-নাই থেকে ইতনা”

316
10

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার কবি, লেখক, চিত্রকর, ও সাংবাদিক এস এম আলী আজগর রাজা”র লেখা তরুণ প্রজন্মের জন্য ”ইতি-নাই থেকে ইতনা” বই এর প্রথম খন্ড ঢাকার গ্রস্থ মেলায় আসছে।

ইতনার সিনিয়র শিক্ষক নারায়নচন্দ্র বিশ্বাস জানান, ইতনার কৃতি সন্তান চিত্রকর, লেখক ও সাংবাদিক এস এম আলী আজগর রাজা দীর্ঘদিন ধরেই তাঁর নানা কর্মের মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করেছেন। সমাজ সামাজিকতার পাশাপাশি তিনি একজন গুণী চিত্রকর, লেখক ও সাংবাদিক। সাহিত্য কর্ম, ছবি আঁকা, বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি যেন তাঁর স্বভাব। এবারো আলী আজগার রাজা এলাকার ইতিহাস সমৃদ্ধ ”ইতি-নাই থেকে ইতনা” বই এর প্রথম খন্ড উপহার দিতে যাচ্ছেন। বহু গুণের অধিকারী এস,এম আলী আজগর রাজা বলেন, আমার ধ্যান-জ্ঞান লেখালেখি। আশা করছি ঢাকার গ্রন্থ মেলায় হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ যশোরের ”ইতি-নাই থেকে ইতনা” বই এর প্রথম খন্ড উপহার দিতে পারবো। এই বইয়ের মাধ্যমে তরুণ প্রজন্ম এলাকার সঠিক ইতিহাস জানতে পারবে। লোহাগড়া প্রেস ক্লাবের তত্ত্বাবধানে যশোরের বিদ্রোহী প্রকাশনী থেকে বইটি বের হবে।