নড়াইলের লোহাগড়ার পার মল্লিকপুর গ্রামে সম্পৃতির বন্ধন সভা করলেন ডিসি-এসপি

3
48

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর গ্রামের বিরোধ নিরসনে ও শান্তি স্থাপনে সম্পৃতির বন্ধন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) বিকালে পার মল্লিকপুর ফুটবল মাঠে প্রশাসন এ সভার আয়োজন করা হয়।

সূত্র জানায়, লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর গ্রামে দীর্ঘদিন ধরে দুলাল ও উজ্জ্বল ঠাকুর গ্রুপ ও হেমায়েত হোসেন হিমু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে প্রথমে কলা ব্যবসায়ী (হিমু গ্রুপের) নূর ইসলামকে গ্রাম্য দলীয় প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। ওই সময় অন্তত ১০জন আহত হয়। পরে ওই হামলায় আহত একই গ্রুপের চিকিৎসাধীন ইকবাল মৃধাও মৃত্যু বরণ করে। পরবর্তীতে ২০১৮ সালের ২১ এপ্রিল ঠাকুর গ্রুপের মৃত মকিম মৃধার ছেলে খায়ের মৃধা প্রতিপক্ষের হামলায় খুন হন। এসব ঘটনায় লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সব মামলাই বিচারাধীন। খায়ের মৃধা খুন হলে প্রতিপক্ষের হামলার ভয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের হিমু দলের দুই শতাধিক পরিবার দীর্ঘ ৮ মাস ধরে বসত ভিটা ছাড়া থাকতে বাধ্য হয়।

লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, অন্তত দুইশ পরিবারকে প্রশাসন উপস্থিত থেকে নিজ নিজ ঘরে তুলে দেয়া হয়েছে। এখন থেকে দুই গ্রুপই শান্তিপূর্ণভাবে গ্রামে বসবাস করবে।

মল্লিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের ডিসি আনজুমান আরা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন পি,পি.এম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী বনি আমিন, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল,সাবেক চেয়ারম্যান সাহিদুল ইসলাম সহিদ, হেমায়েত হোসেন হিমু, উজ্জ্বল ঠাকুর, মারুফ সামদানি প্রমুখ।

অতিথিরা বলেন, আজ এ গ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যে যে আয়োজন তা যেন লজ্জায় ডুবে না যায়। অশান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।