শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে নড়াইলে মত বিনিময় সভা অনুষ্ঠিত

203
15

স্টাফ রিপোর্টার

নড়াইলে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীতোষ কুমার দের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দি পিপিএম, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম ছায়েদুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আহম্মদ, শিক্ষক, অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কি কি করণীয় সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয় এবং শিক্ষকদের কোচিং বন্ধের জন্য অনুরোধ জানানো হয়।