পর্যায়ক্রমে পুরো জেলায় সিসি ক্যামেরা স্থাপন করবে মাশরাফীর নড়াইল এক্সপ্রেস

1
242

স্টাফ রিপোর্টার

এখন থেকে নড়াইল থাকবে কড়া নজরে। অপরাধ থেকে ১০০ হাত দূরে থাকবে অপরাধী। স্বস্তিতে নিঃশ্বাস নিবে নড়াইলের সাধারণ জনগণ। কারণ, নড়াইল জেলাকে অপরাধমুক্ত করার লক্ষে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং একই সাথে শুরু হয়েছে কার্যক্রম। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল শহরে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়। বুধবার (২৬ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে সিসি ক্যামেরার কন্ট্রোল রুম পরিদর্শণ করেন নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা। টিভি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে সরাসরি দেখেন নড়াইল শহরের গুরুত্বপূর্ণ স্থান। এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, পুলিশ সুপার, নড়াইল এবং জনাব মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)। এছাড়া সিসি ক্যামেরার কন্ট্রোল রুম পরিদর্শন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন সূত্রে জানা যায়, নড়াইল শহরের পাশাপাশি লোহাগড়াতেও ইতোমধ্যেই ক্যামেরা স্থাপণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরো জেলাতেই সিসি ক্যামেরা স্থাপণ করা হবে।

উল্লেখ্য, নড়াইলবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা “দাহুয়া টেকনোলজি এবং সিডনো সান ইন্টারন্যাশনাল” এর সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে নড়াইল এবং লোহাগড়া পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার কার্যক্রম শুরু করে নড়াইল এক্সপ্রেস। রবিবার (২৩ ডিসেম্বর) নড়াইলে সিসি ক্যামেরার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম।