বাংলাদেশের বিপক্ষে ইন্ডিজের টি২০ সিরিজ জয়

7
16

স্পোর্টস ডেস্ক

শনিবার (২২ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৫০ রানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৯০ রান করে ক্যারিবীয়ান ব্যাটসম্যানরা। দলের পক্ষে ওপেনার এভিন লুইস ৬টি চার ও ৮টি ছক্কায় ৩৬ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন। এছাড়া নিকোলাস পুরান ২৪ বলে ২৯, শাইপ হোপ ১২ বলে ২৩ ও রোভম্যান পাওয়েল ১৬ বলে ১৯ রান করেন। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমান-মাহমুদুল্লাহ রিয়াদ ৩টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৩ ওভার বাকী থাকতে ১৪০ রানেই গুটিয়ে যায় টাইগাররা। বাংলাদেশের পক্ষে ৪৩ রান করেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের পল ১৫ রানে ৫ উইকেট নেন। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লুইস। সিরিজ সেরা হন বাংলাদেশের অধিনায়ক সাকিব।

স্কোরকার্ডঃ

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস :
এভিন লুইস বোল্ড ব মাহমুদুল্লাহ ৮৯
শাই হোপ বোল্ড ব সাকিব ২৩
পল ক আরিফুল ব মুস্তাফিজ ২
পাওয়েল ক লিটন ব মাহমুদুল্লাহ ১৯
হেটমায়ার এলবিডব্লু ব মাহমুদুল্লাহ ০
পুরান ক আবু হায়দার ব মুস্তাফিজ ২৯
ব্র্যাথওয়েট ক মিরাজ ব মুস্তাফিজ ৮
রাদারফোর্ড ক মুশফিক ব সাকিব ২
এ্যালেন স্টাম্প মুশফিক ব সাকিব ৮
কট্রেল অপরাজিত ২
টমাস রান আউট (লিটন/মাহমুদুল্লাহ) ০
অতিরিক্ত (বা-১, ও-৭) ৮
মোট (অলআউট, ১৯.২ ওভার) ১৯০
উইকেট পতন : ১/৭৬ (হোপ), ২/৯০ (পল), ৩/১২২ (লুইস), ৪/১২২ (হেটমায়ার), ৫/১৫৯ (পাওয়েল), ৬/১৭৬ (পুরান), ৭/১৭৮ (ব্রার্থওয়েট), ৮/১৮৮ (এ্যালেন), ৯/১৮৯ (রাদাফোর্ড), ১০/১৯০ (টমাস)।
বাংলাদেশ বোলিং :
আবু হায়দার : ২-০-৩৯-০ (ও-২),
মোহাম্মদ সাইফউদ্দিন : ৪-০-৩৬-০ (ও-২),
মেহেদি হাসান মিরাজ : ৩-০-২৬-০,
সাকিব আল হাসান : ৪-০-৩৭-৩,
মুস্তাফিজুর রহমান : ৪-০-৩৩-৩ (ও-১),
মাহমুদুল্লাহ : ৩.২-০-১৮-৩ (ও-২)।
বাংলাদেশ ইনিংস :
তামিম ইকবাল রান আউটপ (পাওয়েল/হোপ) ৮
লিটন দাস ক ব্রাথওয়েট ব পল ৪৩
সৌম্য সরকার ক কট্রেল ব এ্যালেন ৯
সাকিব ক কট্রেল ব এ্যালেন ০
মুশফিকুর রহিম ক এ্যালেন ব পল ১
মাহমুদুল্লাহ রিয়াদ ক ব্রাথওয়েট ব পল ১১
মেহেদি হাসান মিরাজ ক এ্যালেন ব কট্রেল ১৯
আরিফুল হক ক রাদারফোর্ড ব পল ০
মোহাম্মদ সাইফউদ্দিন ক হোপ ব পল ৫
আবু হায়দার অপরাজিত ২২
মুস্তাফিজুর রহমান বোল্ড ব ব্রার্থওয়েট ৮
অতিরিক্ত (বা-১, লে বা-২, নো-৫, ও-৬) ১৪
মোট (অলআউট, ১৭ ওভার) ১৪০
উইকেট পতন : ১/২২ (তামিম), ২/৬৫ (সৌম্য), ৩/৬৫ (সাকিব), ৪/৬৬ (মুশফিক), ৫/৮০ (মাহমুদুল্লাাহ), ৬/৮৯ (লিটন), ৭/৮৯ (আরিফুল), ৮/৯৬ (সাইফউদ্দিন), ৮/৯৬ (সাইফউদ্দিন), ৯/১২৯ (মিরাজ), ১০/১৪০ (মুস্তাফিজ)।
ওয়েস্ট ইন্ডিজ বোলিং :
কট্রেল : ৪-০-৩২-১ (ও-৩, নো-১),
টমাস : ৩-০-৫৬-০ (ও-২, নো-৪),
অ্যালেন : ৪-০-১৯-২ (ও-১),
পল : ৪-০-১৫-৫,
ব্র্যাথওয়েট : ২-০-১৫-১।