নড়াইল-২ আসনে ধানের শীষ প্রার্থীর পাশে নেই বিএনপি!

1
547

স্টাফ রিপোর্টার

নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্টের প্রার্থীর পাশে নেই বিএনপি সংগঠনের নেতা কর্মীরা। এ আসনের প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা, ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির জেলা সভাপতি মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান এবং ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী আপিলে প্রার্থীতা ফিরে পাওয়ায় তিনিও এ আসনে বহাল হয়েছেন। তবে এ আসনে মূলত নৌকা ও ধানের শীষের মধ্যে প্রতিদ্বন্দিতা হবে। নড়াইল বাসীর উন্নয়নের কান্ডারী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার পাশে দলবল র্নিবিশেসে সকল স্তরের মানুষ আছে। অন্যদিকে ধানের শীষের প্রার্থী ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান নিজ এলাকা লোহাগড়ায় যেখানে নির্বাচনী সংযোগ করতে যাচ্ছে সেখানেই প্রতিপক্ষ বিভিন্ন বাধা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার সাথে জেলা ছাত্রদল ও লোহাগড়া উপজেলার বিএনপির নেতাকর্মীদের দেখা গেলেও নাই জেলা পর্যায়ের নেতা কর্মীদের। এ ব্যাপারে এ জেড এম ফরিদুজ্জামান বলেন, জেলা বিএনপির সভাপতি নিজে প্রার্থী থাকায় তিনি আমার এলাকায় সময় দিতে পারছেন না। তবে জেলার সাধারণ সম্পাদক ও সদরের কোন নেতা কর্মীদের পুলিশের গ্রেফতারের ভয়ে আমার গণ সংযোগের সাথে থাকতে পারছে না। তবে সরেজমিনে দেখা যায়, লোহাগড়া বিভিন্ন এলাকায় প্রতিপক্ষের বাধার পরেও ধানের শীষের গন সংযোগ ও লিফলেট পোষ্টার চোখে পড়লেও নড়াইল সদর এলাকায় কোন ধরনের গন সংযোগ ও লিফলেট পোষ্টার নাই। তবে সদরের নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা কর্মী জানান, ধানের শীষের প্রার্থী হিসাবে তারা এনপিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার প্রতিপক্ষ হিসাবে মানসিক ভাবে মেনে নিতে পারে নাই। তাই তারা নড়াইল সদর এলাকায় কোন ধরনের গন সংযোগ করছে না ও লিফলেট পোষ্টার বিতরন করছে না। নড়াইল সদর উপজেলার পৌরসভা, আটটি উইনিয়ন ও লোহাগড়া উপজেলার পৌরসভা ১২টি ইউনিয়ন নিয়ে নড়াইল -২ আসন।