নড়াইল ১ আসনে চলছে প্রার্থীদের ব্যাপক জনসংযোগ

8
98

স্টাফ রিপোর্টার

নড়াইল-১ আসনের প্রার্থীগণ ব্যাপক গণসংযোগ করেছেন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে চলছে জমজমাট প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত অবধি প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাইছেন মূল্যবান ও দোয়া। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর পাশাপাশি মাঠে আরো চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল সোমবার ১৭ ডিসেম্বর সকাল থেকে বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর হোসেন সহ তার দলীয় লোকজন কালিয়া পৌর এলাকায় ও বিকালে হামিদপুর ইউনিয়নে নির্বচনী লিফলেট বিতরণ সহ ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাইছেন মূল্যবান ও দোয়া। একই ভাবে কালিয়ার বাজার এলাকায় প্রচারনা করেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। বসে নাই জেলা জাপার (এরশাদ) জেলা সাধারণ সম্পাদক মিল্টন মোল্যা, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন। জাপার জেলা সাধারণ সম্পাদক মিল্টন মোল্যা ও তার সর্মথকদের নিয়ে সদরের বিছালী এলাকায়, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন ও তার সর্মথকদের নিয়ে আগদিয়া এলাকায় লিফলেট বিতরণসহ চাইছেন মূল্যবান ও দোয়া। এখনও সুষ্ঠ নির্বাচনের ফিল্ড তৈরী হয নাই বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, নড়াইলের মানুষ স্বাধীনতার পক্ষে, তাই স্বাধীনতার মাসে নড়াইলবাসী উন্নয়নের মার্কা নৌকা মার্কায় তাদেন মূল্যবান ভোট দেবেন। অপর দিকে বি এন পির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর হোসেন সুষ্ঠু নির্বাচন নিয়ে আশংকায় আছেন, সুষ্টু নির্বাচন হলে তার জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। কালিয়া উপজেলার একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়ন ও নড়াইল সদর উপজেলার দক্ষিন পূর্ব পাশের ৫টি ইউনিয়ন নিয়ে ৯৩ নড়াইল-১ আসন। মোট ভোটার সংখ্যা ২৩৮১৭৪ জন, এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১৮৯৮১ ও মহিলা ভোটার সংখ্যা ১১৯১৯৩ জন।