এক বিশেষ রেকর্ডের মালিক হতে যাচ্ছেন মাশরাফী

9
25

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ক্রিকেটে এক বিশেষ রেকর্ডের মালিক হতে যাচ্ছেন মাশরাফী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ও  তৃতীয় ওয়ানডে ম্যাচে টস করার পরই বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড হাসিল করবেন নড়াইল এক্সপ্রেস। রেকর্ডের সামনে দাঁড়িয়ে মাশরাফী বলেন, ‘এটা আমার এবং পরিবারের জন্য খুব গর্বের। বাংলাদেশ দলকে অনেক সময় ধরে নেতৃত্ব দিতে পেরেছি। এমন ভালো লাগার অনুভূতি আর কিছু হতে পারে না। কাল যদি মাঠে নামতে পারি তাহলে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি অধিনায়কত্ব করার সুযোগ হবে। এটা অবশ্যই আমার জন্য ভালো অনুভূতির ব্যাপার।’

মাশরাফী আরো বলেন, ‘আমার কাছে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, এই দলে ১১ জনের একজন হয়ে থাকা। বাংলাদেশ ক্রিকেট দলের একজন সদস্য হয়ে থাকা সত্যিকার অর্থেই আমার জন্য গর্বের।’

আগামীকালের ম্যাচের মধ্য দিয়ে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে পেছনে ফেলে এগিয়ে যাবেন মাশরাফী। বর্তমান মাশরাফি-হাবিবুল সহাবস্থান করছেন। মাশরাফি ও হাবিবুল ৬৯টি করে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।