নড়াইলে তাবলীগ জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

13
21

স্টাফ রিপোর্টার

ঢাকায় টঙ্গী বিশ্ব এস্তেমার মাঠে নিরীহ আলেম-ওলামা, ছাত্র সমাজ, তাবলীগের সাথী ও সাধারণ মুসল্লীদের ওপর হামলা ও নৃংশস হত্যার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা মার্কাজের তাবলীগ জামায়াতের সাথীবৃন্দের আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তাবলীগ জামায়াত নেতা মাও মুহসীনুদ্দীন, মুফতি আঃ রাকীব, মাওঃ ইমরান, মাও মঈনুদ্দীন, মাওঃ আব্দুল হান্নান সহ দুইশতাধিক সাথীবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বিশ্ব এস্তেমার মাঠে হামলাকারী মাওঃ সা’দ হাফিজাহুল্লাহর অনুসারী সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খান সাহাবুদ্দিন নাসিম, ইউনুস সিকদার ও মাওলানা মোশাররফ হোসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, যথাসময়ে বিশ্ব এস্তেমার আয়োজন, সা’দ সাহেবের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে না দেয়া, সা’দপন্থীদের কাকরাইল মসজিদে প্রবেশে নিষেধাঙ্গা জারিসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে জেলা প্রশাসক আনজুমান আরার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।