নড়াইলে পুলিশের সাপ্তাহিক প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করলেন পুলিশ সুপার

9
17

স্টাফ রিপোর্টার

নড়াইলে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। এ সময় তিনি নিজেই এ সাপ্তাহিক মাস্টার প্যারেড পরিদর্শন করেন। নড়াইলে তিনি নিয়মিতভাবে সাপ্তাপিত মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করে থাকেন। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন আহম্মেদ এর পরিচালনায় রবিবার (২৫ নভেম্বর) জেলা পুলিশ লাইন মাঠে এ সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নড়াইলে কমর্রত পুলিশের সকল ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, আর.আই. পুলিশ লাইন, নড়াইল, নড়াইলের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপার সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন শেষে ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুঁথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার- এ মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে। সেই সাথে যারা উক্ত অনুষ্ঠানে ভালো পোশাক-পরিচ্ছদ পরিধান করে অংশগ্রহণ করেন তাদেরকে পুরস্কৃত করা হবে। এছাড়াও যারা মাদকের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সকলকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বানও জানান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।