নড়াইলের লোহাগড়ায় থানা ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

4
8

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় ৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪তলা বিশিষ্ট থানা ভবন ও ১২টি ইউনিয়নের দ্রুত গতির ইন্টারনেট কানেক্টটিভিটির উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লোহাগড়া থানা সহ দেশের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের উদ্বোধন উদ্বোধন করেন।

গণপূর্ত অধিদপ্তর নড়াইল অফিস সূত্রে জানাগেছে, লোহাগড়া থানা অভ্যন্তরে ৭ কোটি ৩৫ লাখ টাকা বায়ে ৪তলা বিশিষ্ট আধুনিক থানা ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছে চলতি বছরের জুন মাসে। ১৪/০৮/১৮ তারিখে থানা ভবন হস্তান্তর সম্পন্ন হয়েছে।

২৬ হাজার ৬শত ৭৫ বর্গফুট বিশিষ্ট এই থানায় অফিসার ইনচার্জের কক্ষ, এসআই, এএসআই, ডিবি, ডিএসবি কক্ষ, কনফারেন্স রুম,মহিলা ব্যারাক, পুরুষ ব্যারাক, নামায কক্ষ, বিনোদন কক্ষ, ওয়েটিং রুম, কিচেন রুম, ডাইনিং রুম, পুরুষ হাজতখানা, মহিলা হাজতখানা, শিশু হাজতখানা, বালক হাজতখানা, পরিদর্শণ বাংলো, অস্ত্রাগার, মালখানা সহ একাধিক কক্ষ রয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, গণপূর্ত অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, নারী নেত্রী রাবেয়া ইউসুফ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।