নড়াইলে ৫জন বরেণ্য ব্যক্তিকে গুণীজন সম্মাননা প্রদান

12
17

স্টাফ রিপোর্টার

নড়াইলে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ৫জন বরেণ্য ব্যক্তিকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। নড়াইল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়। নড়াইলের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ সরফুদ্দীন, প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, সম্মাননা প্রাপ্ত যন্ত্রসংগীত শিল্পী এনামুল কবীর, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এসএ মতিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ।

নড়াইল জেলা শিল্পকলা একাডেমি ২০১৮ সালে সংস্কৃতিতে মোঃ ইফনুছ শেখ, যন্ত্রসংগীতে এনামুল কবীর, চারুকলায় ধীমান বিশ্বাস, সংগীতে নিরঞ্জন সিংহ ও নাট্যকলায় প্রদ্যোৎ ভট্টাচার্য্যকে গুণীজন সম্মাননা প্রদান করেছে। এসকল গুণীজনদেও হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।