নড়াইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নড়াইল পৌরসভা

59
12

স্টাফ রিপোর্টার

নড়াইলে জেলা পর্যায়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ-১৭) ২০১৮ ফাইনাল অনুষ্ঠিত হল। রবিবার ২৩ সেপ্টেম্বর বিকালে বীরশ্রেষ্ঠ  নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় নড়াইল জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নড়াইল পৌরসভা ও নড়াইল সদর উপজেলা। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় খেলায় নড়াইল পৌরসভা ২-০ গোলে নড়াইল সদর উপজেলাকে হারিয়ে জেলা পর্যায়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ২০১৮এর শিরোপা অর্জন করে। খেলা শেষে পুরস্কার প্রদান করেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এডঃ সোহরাব হোসেন বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, জেলা আওয়মী লীগের সাধারন সম্পদক নিজাম উদ্দিন নিলু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ হাসানুজ্জামান, আতিরিক্ত সাধারন সম্পাদক কৃঞ্চ পদ দাস, আব্দুর রশীদ মন্নু প্রমুখ।

উল্লেখ্য, গতকাল শনিবার ২২ সেপ্টেম্বর জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও নীল আকাশে ফেষ্টুন বেলুন উড়িয়ে দুই দিন ব্যাপি জেলা পর্যায়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ২০১৮ এর শুভ উদ্ধোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী । খেলায় চারটি দল অংশগ্রহন করে। এগুলি হল-নড়াইল সদর উপজেলা, নড়াইল পৌরসভা, কালিয়া উপজেলা ও লোহগড়া উপজেলা। খেলা পরিচালনা করেন আমিনুর রহমান প্রিন্স, মোঃ আজিজুল ইসলাম, শাহীন বিশ্বাস ও শ্যামল ঘোষ।