ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলো একই গ্রামের চার জন

4
15

স্টাফ রিপোর্টার

অতীতে এতোগুলো লাশ এক সাথে হয়তো দাফন করেনি এই বাতিয়ার পাড়া গ্রামের মানুষ । পুরো গ্রামটিই যেনো মরা বাড়িতে পরিণত হয়েছে। এই গ্রামের ৪জন মানুষ বুধবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

ঘটনার বিবরণে গ্রামবাসীর কাছ থেকে জানা যায়, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের মশিপুর গ্রামের কয়েকজন পশু বিক্রেতা গত ২২-০৮-১৮ বুধবার (ঈদের দিন) ভোর  ১০০ শত পিস খাসি ট্রাকে করে নিয়ে ভোর ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয় । সকাল আনুমানিক ৬টায় হাটিকুমরুল – বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া কামারপাড়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপরে ট্রাকটি উল্টে যায়।

এতে ঘটনাস্থলে দুইজন ও সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুইজন নিহত হয়। নিহতরা হলো একই বাতিয়া পাড়া গ্রামের লতিফ, মনছুর, মান্নান ও মোতালেব আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক ।  নিহতদের লাশ গ্রামে পৌছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সমস্ত গ্রাম শোকে বিহ্বল হয়ে পরে।