নড়াইলের রঘুনাথপুরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, দুইজন গুলিবিদ্ধসহ আহত ১০

6
78

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কবির মন্ডল (৪০) নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সে ঐ এলাকার খালেক মন্ডলের ছেলে। এ সময় দুইজন গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, পুর্ব শত্রুতার জেরে রবিবার সকাল ৮টার দিকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি সমর্থিত ইনামুল হক এনাম মেম্বরের দলের লোকজন ঢাল সরকিসহসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু সমর্থিত বখতিয়ার হোসেন সাবুর লোকজনের উপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে কয়েকজনের গুলি বিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার কবির মন্ডলকে মৃত বলে ঘোষনা করেন। নিহত কবির জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু সমর্থিত বখতিয়ার হোসেন সাবুর গ্রুপের লোক বলে জানা গেছে। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় পর এলাকায় কয়েকটি বাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শমসের আলী নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আমিসহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে ঠেকাতে পুলিশ ৩৫ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে।