রাজধানী মগবাজারে বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

5
8

ডেস্ক রিপোর্ট

নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে আন্দোলনের মধ্যেই ঢাকার মগবাজার ওয়্যারলেস গেটের পাশে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন এবং পরিবহন শ্রমিকদের গাড়ি না নামানোর মধ্যে শুক্রবার ঢাকার সড়কে গণপরিবহণ চলাচল খুব কম। এর মধ্যে দুপুরে মগবাজারের ঘটনাটি ঘটে।

ঘটনার পর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। নিহতের নাম সাইফুল ইসলাম (৩০) বলে পুলিশ জানিয়েছে। তিনি মগবাজারের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ছিলেন।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, “গোল্ডেন প্লাস নামে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ওই যুবক আহত হন। তখন আশপাশের জনতা এসে চালককে মারধর করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়।”

সাইফুলের খালা রোখসানা বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, সাইফুলের বাড়ি পিরোজপুরে, ঢাকায় থাকতেন উত্তর গোড়ানে। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।