ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন পুতিন

11
6

ডেস্ক রিপোর্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শুক্রবার এ আমন্ত্রণ জানিয়ে পুতিন বলেছেন, তিনি এবং ট্রাম্প দুইজনই আরো বৈঠক করতে চান। একইসঙ্গে পুতিন বলেন, তার ওয়াশিংটন সফরে যাওয়ারও পরিকল্পনা আছে।

দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স দেশগুলোর সম্মেলনে সাংবাদিকদের পুতিন বলেন, ফোনে কথা বলা নয়, ইরানের পারমাণবিক চুক্তি, মধ্যপ্রাচ্যে সংঘর্ষ এবং অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মত বিষয়গুলো নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবেই সাক্ষাৎ করা প্রয়োজন।

এরআগে, গত ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুই নেতার বৈঠক নিয়ে ওয়াশিংটনে তুমুল সমালোচনার মধ্যেও ট্রাম্পের সঙ্গে আরো বৈঠকের এ আগ্রহ প্রকাশ করেন পুতিন। তবে মস্কো সফরের এ আমন্ত্রণে ট্রাম্প কিভাবে সাড়া দিয়েছেন তা জানাননি পুতিন। হোয়াইট হাউজ বলছে, আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো পায়নি তারা।

ট্রাম্প এর আগে ২০১৩ সালে মিস ইউনিভার্স অনুষ্ঠানের জন্য রাশিয়ার রাজধানী মস্কোয় গিয়েছিলেন। তাছাড়া, এবছরের শুরুর দিকে পুতিনকেও হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প।