থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় মিয়ানমারের ২০ শ্রমিক নিহত

19
7

ডেস্ক রিপোর্ট

থাইল্যান্ডের উত্তরপশ্চিমাঞ্চলীয় তাক প্রদেশে শুক্রবার এক বাস দুর্ঘটনায় মিয়ানমারের ২০ অভিবাসী কর্মী নিহত ও অপর তিন আহত হয়েছেন। বাসটিতে করে যাওয়ার সময় এতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির দুর্যোগ মোকাবেলা ও অভিবাসী সংস্থা এ কথা জানিয়েছে।

মিয়ানমারের ৪৭ অভিবাসী কর্মীসহ বাসটিতে স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটের দিকে আগুন ধরে যায়। বাস চালক জানান, আগুন ধরে যাওয়ায় তিনি বাসটির সব দরজা খুলে দেন। এতে ২৭ অভিবাসী কর্মী বের হতে সক্ষম হলেও ২০ জন বেরিয়ে আসতে না পারায় তারা মারা যান। পুলিশ বাসটিতে আগুন ধরে যাওয়ার কারণ খতিয়ে দেখছে।

ভাড়া করা বাসটি ব্যাংককের উপকণ্ঠের নাভা নাকর্ন শিল্পাঞ্চলের উদ্দেশে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০ টার দিকে থাইল্যান্ডের সীমান্তবর্তী জেলা মায়িসোত ছেড়ে যায়। এ শিল্পাঞ্চল ছিল এসব অভিবাসী কর্মীদের কর্মস্থল।

উল্লেখ্য, থাইল্যান্ডে প্রায় ৩০ লাখ অভিবাসী শ্রমিক রয়েছে। যাদের বেশিরভাগই মিয়ানমারের নাগরিক। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় গত বছর থেকে দেশটির শ্রমিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া কঠোর করেছে থাইল্যান্ড।

Pic: skynews