৮ আগস্ট থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু

13
9

নিউজ ডেস্ক

আগামী ৮ আগস্ট থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রী পরিবহনের লক্ষে রেলের আগাম টিকিট বিক্রি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রেলভবনে এক সংবাদ সম্মেলনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের সার্বিক প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। এসময় উপস্থিত ছিলেন রেলপথ সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেনসহ রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রেলপথ মন্ত্রী বলেন, ‘এবার ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন দেওয়া হবে। এবার সর্বমোট ১ হাজার ৪০২টি কোচ চলাচল করবে এবং সর্বমোট ২২৯টি লোকোমোটিভ ব্যবহার করা হবে।’ তিনি বলেন, ‘ঈদের আগাম টিকিট বিক্রি ৮ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে এই টিকিট দেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, ৮ আগস্ট দেওয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের আগাম টিকিট দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ২৬টি কাউন্টারের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। এই ২৬টির মধ্যে নারীদের জন্য আলাদা দুটি কাউন্টার সংরক্ষিত থাকবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। বিক্রি হওয়া টিকিট ফেরত নেয়া হবে না। প্রতিদিন সকাল ৮ টা থেকে এই টিকিট বিক্রি শুরু হবে।

আগামী ১৫ আগস্ট থেকে ঈদের ফিরতি টিকিট দেয়া হবে জানান রেলপথমন্ত্রী। তিনি বলেন, ‘১৫ আগস্ট দেওয়া হবে ২৪ আগস্টের টিকিট। আর ১৬ আগস্ট ২৫ আগস্টের, ১৭ আগস্ট ২৬ আগস্টের, ১৮ আগস্ট ২৭ আগস্টের এবং ১৯ আগস্ট ২৮ আগস্টের টিকিট দেয়া হবে। ফিরতি টিকিট পাওয়া যাবে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে।’

রেলপথ মন্ত্রী আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি সম্পর্কে আরও বলেন, আসন্ন ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এই ট্রেনগুলো হলোঃ দেওয়ানগঞ্জ স্পেশাল :  ঢাকা- দেওয়ানগঞ্জ-ঢাকা, চাঁদপুর স্পেশাল-১, চাঁদপুর স্পেশাল-২, রাজশাহী স্পেশাল, দিনাজপুর স্পেশাল : দিনাজপুর-ঢাকা-দিনাজপুর, লালমনিরহাট স্পেশাল : ঢাকা-লালমনিরহাট-ঢাকা, খুলনা এক্সপ্রেস : খুলনা-ঢাকা-খুলনা, শোলাকিয়া স্পেশাল-১ : ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, শোলাকিয়া স্পেশাল-২ : ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ। সূত্রঃ বাসস