উল্লাপাড়ায় কৃত্রিম জেল মেশানো ৯০ কেজি বাগদা চিংড়ি জব্দ, জরিমানা 

50
36

স্টাফ রিপোর্টার

বুধবার উল্লাপাড়ার হাটিকুমরুল মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খুলনার ব্যবসায়ী দিনু মিয়ার নিকট থেকে কৃত্রিম জেল মেশানো ৯০ কেজি বাগদা চিংড়ি মাছ জব্দ করেছেন। সেই সাথে এসব মাছ প্যাকিং এর জন্য তৈরি করা কাগজের ৭০ হাজার ব্যাগও জব্দ করা হয়। পরে আদালত দিনু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন এবং বিচারকার্য পরিচালনা করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম, সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান ও সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, কৃত্রিম জেল মেশানো এসব মাছ মানবদেহের জন্য মারাত্বক ক্ষতির কারণ। এছাড়া জব্দ করা প্যাকেট গুলোতে মাছ বিক্রি করলে অনেক বেশি ওজন হয়। সেক্ষেত্রে এসব প্যাকেট অবৈধ। ভ্রাম্যমাণ আদালত প্যাকেট ও মাছগুলো নষ্ট করেছেন।