যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি

9
9

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা রেশ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে পাল্টাপাল্টি হুমকি বিনিময় হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়ার কঠোর পরিণতির বিষয়ে ইরানকে সতর্ক করেছেন।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে সরাসরি উদ্দেশ্য করে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রকে আর কখনও হুমকি দেবেন না। এর ফল হিসেবে আপনাকে এমন কঠোর পরিণতির মুখে পড়তে হবে যা ইতিহাস এর আগে খুব কমই প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, আমরা এমন কোনো দেশ না যে দেশ আপনার সহিংসতা ও হত্যার হুমকি দেয়া উন্মত্ত কথাকে ছাড় দেবে।

এরআগে, রোববার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক বার্তায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, সিংহের লেজ নিয়ে খেলবেন না। ইরানের সঙ্গে যুদ্ধ করা মানে সকল যুদ্ধের মায়ের সাথে যুদ্ধ করা।

Pic: REUTERS