নড়াইলে মাদক, জঙ্গি, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময়

14
7

স্টাফ রিপোর্টার

নড়াইলে মাদক, জঙ্গি, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১১টায় নড়াইল সদর উপজেলাধীন রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলাধীন চন্ডিবরপুর ইউপি চেয়ারম্যান আজিজ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কমিশনার সাইফুর রহমান, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়টির ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। মতবিনিময় সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, মাদক, জঙ্গি, সন্ত্রাস ও ইভটিজিং এগুলো সামাজিক ব্যধি। এসকল সামাজিক ব্যধি নির্মূলে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বলেন, যদি কারো কাছে এ ধরনের অপরাধমূলক কোনো খবরাখবর থাকে তাহলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য উপস্থিত শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও নড়াইল সদর উপজেলাধীন ধোন্দা ও রতডাঙ্গা গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বন্দের অবসানও ঘটান তিনি। উভয় গ্রামের মাতব্বরদের সাথে নিয়ে তিনি মীমাংসা করেন। পুলিশ সুপারের এরূপ কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে সকলেই।