কালিয়ায় ইটভাটা মালিককে হত্যার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

8
24

স্টাফ রিপোর্টার

জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় প্রকাশ্য দিবালোকে ইটভাটা মালিককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় উপজেলার নড়াগাতি থানায় ৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২ জুলাই) রাতে নিহতে ভাই আশিকুজ্জামান শরীফ বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়ার অয়েজ উদ্দিন শরীফের ছেলে আসাদুজ্জামান টিটো শরীফ মধুমতি নদীর পাড়ের নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার চরসিংগাতি গ্রামে ইটভাটা তৈরী করে ব্যবসা করে আসছিলেন। জমির মালিকানার নিয়ে ওই গ্রামের আবু বক্কার চৌধুরীর সঙ্গে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ একখন্ড জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে গত ১ জুলাই দুপুর ১২ টার দিকে আবু বক্কার চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে টিটো শরীফকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে এবং তার ডান হাতের কব্জি কেটে নেয়। নৃশংস ওই হত্যার ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে আবুবক্কার চৌধুরী সহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন। নড়াগাতি থানার ওসি মোঃ আলমগীর কবির বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। পলাতক আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।