টাইব্রেকারে রাশিয়ার কাছে হেরে স্পেনের বিদায়

11
7

ডেস্ক রিপোর্ট

স্বাগতিক রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিভের নৈপুণ্যে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিকরা। নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটের খেলা সমতায় থাকার পর টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে শেষ ষোলোতে রাশিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পেন। এবারের আসরে এটি দশম আত্মঘাতী গোল। তবে বিরতির আগে পেনাল্টি থেকে গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। নির্ধারিত ৯০ মিনিটে সমতা থাকার পর অতিরিক্ত সময়ে গোল করতে পারেনি কোন দল। এরপর টাইব্রেকারে গোলরক্ষক ইগর আকিনফিভের ঠেকিয়ে দেন দুটি শট। পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতে উচ্ছ্বাসে ভাসে রাশিয়া।

Pic: Getty