নড়াইল জেলার উন্নয়ন ও ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

8
17

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলার উন্নয়ন ও ভাবনা এবং আমার সংশ্লিষ্টতা বিষয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নড়াইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান আলোচক ছিলেন লে.কর্ণেল সৈয়দ হাসান ইকবাল (অবঃ)। এসময় নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লে.কর্ণেল সৈয়দ হাসান ইকবাল (অবঃ) বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় নড়াইলের উন্নয়ন তথা ভৌত অবকাঠামো, শিক্ষা,স্বাস্থ্য, সাংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছি। শেখ রাসেল সেতু , মধুমতি নদীর উপর স্বপ্নের কালনা সেতু, কালিয়ার নবগঙ্গা নদীর উপর বারইপাড়া সেতু, নড়াইল সদর হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট করণ, লোহাগড়া আদর্শ কলেজ ও পাইলট স্কুলকে সরকারি করণ, নড়াইল পাওয়ার গ্রীড সাবষ্টেশন নির্মাণ, নড়াইল -ফুলতলা রাস্তা প্রশস্তশরণ, সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়ার গ্রামের মেধাবী ছাত্রী জিপিএ-৫ প্রাপ্ত আশা খাতুনের মা-ভাই-বোনের জন্য ব্যক্তিগত টাকায় বাড়ী নির্মাণসহ নড়াইলের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত হয়েছি। ভবিষ্যতেও নড়াইলের এ উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক হয়ে এ কার্যক্রম চালিয়ে যেতে পারবো বলে আমি আশাবাদী।