নড়াইলে স্কুল ছাত্রদের মোটরসাইকেল চালানো নিষেধ!

2
54

স্টাফ রিপোর্টার

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপি এম ছাত্রদের মাঝে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। এছাড়া স্কুল ছাত্রদের অপরিণত বয়সে মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশ দেন। বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের অন্যতম বাহন বাইসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে সর্তক ভাবে চলাচলের কথা বলেন তিনি।

এ ব্যাপারে প্রতিটি ক্লাসে ছাত্রদের সচেতন করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
পরে ছাত্রদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।