উ. কোরিয়াকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

3
10

ডেস্ক রিপোর্ট

সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে বৈঠকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মতি প্রকাশ করেছেন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া বাতিল করার প্রতিশ্রুতি দেওয়ার পর ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দেন বলে কেসিএনএর প্রতিবেদনটিতে বলা হয়েছে।

মঙ্গলবার সিঙ্গাপুরের সানতোসা দ্বীপে অনুষ্ঠিত ট্রাম্প-কিম বৈঠকে কোরীয় অঞ্চলের উত্তেজনা হ্রাস ও পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টিই আলোচনার কেন্দ্রে ছিল বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের দায়িত্বরত কোনো প্রেসিডেন্টের সঙ্গে উত্তরের কোনো শীর্ষ নেতার প্রথম এ আনুষ্ঠানিক বৈঠকটি এক পৃষ্ঠার একটি সমঝোতা ঘোষণার মাধ্যমে শেষ হয়।

পরে মার্কিন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনে আসে কোরিয়ায় সামরিক মহড়া বাতিলের ঘোষণা। ওয়াশিংটন ও সিউল নিরাপত্তা জোট প্রতিবেশীর কাছ থেকে প্রতিরক্ষার জন্য ১৯৫০ সালে দখলের পর থেকে দক্ষিণ কোরিয়ায় ৩০ হাজার মার্কিন সৈন্য মোতায়েন করে।

প্রতিবছর এই জোট যৌথভাবে সামরিক মহড়ার আয়োজন করে এবং এতে উত্তর কোরিয়া ক্ষিপ্ত হয়, তারা দীর্ঘদিন যাবত এই মহড়া বন্ধের দাবি করে আসছে এবং এ জন্য প্রায়ই দুই পক্ষ নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে উত্তেজনা সৃষ্টি করছে।

সংবাদ মাধ্যমকে ট্রাম্প বলেন, আমরা যুদ্ধের খেলা বন্ধ করবো, এর ফলে বিপুল অর্থের সাশ্রয় হবে। পিয়ংইয়ং-এর ঐতিহাসিক উক্তির প্রতিধ্বনি করে তিনি বলেন, আমি মনে করি খুবই উস্কানিমূলক।