নড়াইলে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার- ২৩

257
27

স্টাফ রিপোর্টার

বিশেষ অভিযান পরিচালনা করে জেলা থেকে বিভিন্ন মামলায় মোট ২৩ জনকে গ্রেফতার করেছেন ড়াইল জেলা পুলিশ।

বুধবার (৬ জুন) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়।

নড়াইল পুলিশ সুপারের কার্যালয় কর্তৃক প্রদত্ত এক রিপোর্টে জানা যায়, জি.আর মামলায় ১৯ জন, সি.আর মামলায় ২ জন, নিয়মিত মামলায় ১ জন, ৩৪ ধারায় ১ জন আসামিসহ মোট ২৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় নড়াইল জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকারী টিম। তবে গ্রেফতারের সময় গ্রেফতারকৃতের নিকট থেকে কোনো অস্ত্র বা মাদকদ্রব্য উদ্ধার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণানুযায়ী নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকারী টিম। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলায় মোট ২৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বলেন, নড়াইল জেলাকে অপরাধমুক্ত করতে নড়াইল জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক, জঙ্গি ও সন্ত্রাসের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি কঠোর হুশিয়ারি প্রদান করেন।