নড়াইলে মাদক বিরোধী গণ সচেনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

28
10

স্টাফ রিপোর্টার

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদক প্রতিকারে-জনতা, পুলিশ এক কাতারে” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে মাদক বিরোধী গণ সচেনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা পুলিশ নড়াইলের আয়োজনে বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ঐ স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদ হোসেন, সহকারি পুলিশ সুপার (সদর) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (কালিয়া) মোঃ মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, নড়াইল পৌর সভার কাউন্সিল কাজী জহিরুল হক নড়াইল চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ হাসানুজ্জামান, রূপগঞ্জ বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ রজিবুল বিশ্বাস, সাধারন সম্পাদক শন্তু ঘোষ, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, জেলা পুলিশের সদস্যবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।