‘শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন’-শাহজাদপুরে শ্রমিক নেতৃবৃন্দ

16
11

স্টাফ রিপোর্টার

‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে আজ ১ মে মঙ্গলবার যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে শাহজাদপুরে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়।

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এদিন ভোর ৬টায় শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা ও শ্রমিক পতাকা উত্তোলন করা হয়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি পালন করে। সকালে সংগঠনের সভাপতি মোঃ চান্দু শেখ ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে বিসিক বাসস্ট্যান্ড থেকে বিশাল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে গিয়েই শেষ হয়। পরে সেখানে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি চান্দু শেখের সভাপতিত্বে মে দিবসের তাৎপর্য শীর্ষক অালোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাবেক পৌরমেয়র ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন শেখ প্রমূখ।

সভার সভাপতি মোঃ চান্দু শেখ ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, “শক্তি দেখিয়ে শ্রমিকদের পেটে লাথি দিচ্ছি, ভাতের প্লেট কেড়ে নিচ্ছি, পরনের কাপড় খুলে নিচ্ছি, তাদের গৃহহীন করে দিচ্ছি। মে দিবস এলেই আমাদের শ্রমিক চেতনা উপচে পড়ে। সকল শ্রমজীবীর অধিকার নিশ্চিত করতে পারলেই শ্রমিক দিবসের চেতনা সফল হবে সার্থক হবে।”

আলোচনা সভা শেষে প্রায় ১৫’শ শ্রমিক মধ্যহ্ন ভোজে অংশ নেন। সন্ধ্যায় সেখানে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।