নড়াইলে শুরু হল “জাতীয় পুষ্টি সপ্তাহ”-২০১৮

20
15

স্টাফ রিপোর্টার

“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে শুরু হল “জাতীয় পুষ্টি সপ্তাহ”-২০১৮ ( ২৩-২৯ এপ্রিল) । সোমবার (২৩ এপ্রিল) সদর হাসপাতাল চত্ত্বরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে একটি র‌্যালী সদর হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ।

সিভিল সার্জন ডাঃ মোঃ আসাদ-উজ-জামান মুন্সি সভাপতিত্বে সহকারি পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, জেলা পুষ্টি বিষয়ক কর্মকর্তা মোঃ ফোরকান আলী,জেলা ব্র্যাক প্রতিনিধি বিভঞ্জন বিশ্বাস, পিকেএস জেলা কর্মকর্তা চন্দন মূর্খাজী ডাক্তার, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সপ্তাহে পুষ্টি বিষয়ে সচেনতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টির সমস্যা কমিয়ে আনা এবং সার্বিক স্বাস্থ্যের মান উন্নয়নের লক্ষে ব্যাপক প্রচার প্রচারনার আয়োজন করা হয়েছে।