অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরীর দায়ে ব্যাবসায়ীর জরিমানা

58
13

স্টাফ রিপোর্টার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরীর দায়ে শাহজাদপুরে এক ছানা ব্যাবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা উপজেলার চড়াচিথুলিয়া গ্রামে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল দুধ তৈরীর উপকরণ রাখার দায়ে উপজেলার চড়াচিথুলিয়া গ্রামের  মৃত জলিল ফকিরের পুত্র  দুধ ও ছানা ব্যাবসায়ী মাজেদ ফকির (৪৫) এর নিকট থেকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা।তিনি আরও জানান, জরিমানা আদায়ের পাশাপাশি ঐ দুধ ও ছানা ব্যাবসায়ীকে সতর্ক করা হয়েছে। এছাড়াও ৪ ড্রাম ছানার পানি ধ্বংশ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি কর্মকর্তা মোঃ আব্দুল জিন্নাহ, শাহজাদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহবুবুর রহমান, শাহজাদপুর থানার এস আই নওজেশ আলী।