নড়াইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

14
10

স্টাফ রিপোর্টার

নড়াইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ (মঙ্গলবার) জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠিান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল সাড়ে ৯ টায় একটি র‍্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ গোলাম নবী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।