টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ২০

78
10

ডেস্ক রিপোর্ট

গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় ঢাকাগামী কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে এক দুর্ঘটনায় চারযাত্রী নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। রোববার সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি টঙ্গীর নতুন বাজার এলাকার আউটার সিগনালে দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনার শিকার হয়।

টঙ্গী রেলওয়ে স্টেশন ও ঢাকা রেলওয়ে থানা পুলিশ এবং স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করে।

খবর পেয়ে রেলপথ মন্ত্রী মুজিবুল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম ও গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শনে যান।

এদিকে, দুর্ঘটনার পর ঢাকার সাথে সব ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ ৫ ঘণ্টা পর ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।