৪২ খন্ডের কোড-এর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

58
8

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (সোমবার) তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পূর্বে বাংলাদেশ কোড-এর মোড়ক উন্মোচন করেছেন। এটি ৪২টি খন্ডে এই অঞ্চলের ১৭৯৯ সাল থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত আইনের ধারাবাহিক প্রকাশনা (ক্রোলজিকেল এন্ড সিরিয়াল)। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ ল’স ডিভিশন অ্যান্ড ডিক্লারেশন অ্যাক্ট ১৯৮৩ এর ৬ ধারা অনুযায়ী দেশের প্রচলিত সব আইনের কালক্রমিক ও ধারাবাহিকভাবে হালনাগাদের বিধান আছে। এই বিধানের আলোকে ১৭৯৯ সাল থেকে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত যে আইনগুলো প্রণীত হয়েছে ৪২ খণ্ডে তা প্রকাশিত হয়েছে। জিয়াউল আলম বলেন, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ এটি প্রকাশ করেছে। এর আগে ১৯৮০ সালে ১৯৩৭ সাল পর্যন্ত প্রণীত হওয়া আইনগুলো ১২টি খণ্ডে প্রকাশিত হয়েছিল বলে জানান তিনি।