নড়াইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

619
16

স্টাফ রিপোর্টার

“নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল বিশ্ব যক্ষ্মা দিবস। আজ শনিবার (২৪ মার্চ) দিবসটি পালন উপলক্ষে জাতয়ি যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচী, জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে এবং ব্র্যাক ও নাটাবসহ কয়েকটি বেসরকারি সংস্থার সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় একটি র‌্যালী সদর হাসপাতাল চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন অফিস কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ-জামান মুন্সির সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ শামসুল আলম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জসিমউদ্দিন হাওলাদার, ব্র্যাকের জেলা প্রতিনিধি বিভঞ্জন বিশ্বাস, জেলা নাটাবের সভাপতি অ্যাডঃ সঞ্জিব কুমার বোসসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।