বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘অসহযোগ আন্দোলন’কে ঘিরে ৭০ জন নিহত

0
6

ডেস্ক রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’কে ঘিরে সারা দেশে সংঘর্ষ-সহিংসতায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ পুলিশ সদস্য রয়েছেন।

আহত হয়েছেন অনেকে। এ ছাড়া বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) সকাল থেকে প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এর মধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ ২০ জন, লক্ষ্মীপুরে আটজন, ফেনীতে সাতজন, নরসিংদীতে ছয়জন, মাগুরায় চারজন, ঢাকায় তিনজন, কুমিল্লায় তিনজন, পাবনায় তিনজন, মুন্সিগঞ্জে দুজন, বগুড়ায় চারজন, রংপুরে তিনজন, সিলেটে তিনজন এবং বরিশাল, জয়পুরহাট, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে একজন করে নিহত হয়েছেন।