নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

0
5
নড়াইলে অগ্নিকান্ডে

স্টাফ রিপোর্টার

“স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা গণপূর্ত অফিসের উপসহকারী প্রকৌশলী মো. সেলিম তালুকদার, মো. সবুজ আলী সহ অনেকে। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।