নড়াইল সদর উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ -২০২৩ এর “কৃষক লটারি” অনুষ্ঠিত

0
9
নড়াইলে অগ্নিকান্ডে

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার পর্যায়ের “কৃষকের অ্যাপ” এর মাধ্যমে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ -২০২৩ এর “কৃষক লটারি” অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর উপজেলা খাদ্য অফিসের আয়োজনে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে এ বছর সরকারি নির্ধারিত মূল্য ৩০ টাকা কেজি দরে সরকারি খাদ্য গুদামে ধান দেয়ার জন্য ৫,২৫৭ জন কৃষক অনলাইনে আবেদন করেছে। এর মধ্যে ১ম পর্যায়ে ৩টি ক্যাটাগরিতে ৬শত ৫৫ জন কৃষক লটারিতে বিজয়ী হয়েছেন। ১ম পর্যায় ৬শত ৫৫ জন কৃষক মোট ১ হাজার ৯ শত ৬৫ মেট্রিকটন ধান দিতে পারবেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সভাপতিত্বে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা পলাশ মূখার্জী, সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম, জেলা ও উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা, সাংবাদিক, কৃষক, সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।