কালিয়ায় প্রান্তিক জেলেদের মধ্যে বৈধ জাল ও ভ্যান বিতরণ

0
7
কালিয়া
কালিয়া, নড়াইল ম্যাপ

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় প্রান্তিক জেলেদের মধ্যে বৈধ জাল ও ভ্যান বিতরণ করা হয়েছে।সোমবার (১৫ মে)দুপুরে উপজেলা হলরুমে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক এস ওম আশিকুর রহমান, বিশেষ অতিথি জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরীসহ প্রমূক।

বক্তারা বিতরণকৃত উপকরণ সম্বন্ধে দিকনির্দেশনা মূলক বক্তব্য শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে ২০ টি ভ্যান, ৫জন করে ৮ টি গ্রুপের ৪০ জনকে ৮টি জাল ও জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের ২৫ টি সেচ পাম্প ও ২ টি এয়ারেটর ২০জনের ৩টি গ্রুপে ৬০ জনকে ৫ লক্ষ ৩১ হাজার ৫শ টাকা ভর্তুকিসহ ১২০ জন সুফলভোগীদের মাঝে বিতরণ করেন।