নড়াইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

0
120
নড়াইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
নড়াইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার

নড়াইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হলো। নড়াইল জেলা সমিতি রাজশাহীর আয়োজনে শনিবার (২৯ এপ্রিল) নড়াইলের চিত্রা রিসোর্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়–য়া নড়াইলের বর্তমান ও প্রাক্তন শতাধিক শিক্ষার্থী দিনব্যাপি এ নান্দনিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দুপুরে বাংলাদেশের দ্বিতীয় বৃহতম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু অনুষ্ঠানে ভার্চয়ালী উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন এবং এ সৃজনশীল আয়োজনের সফলতা কামনা করেন। মিলনমেলায় বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ের স্মৃতিচারণ করেন, প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট বনমালী মিত্র, অ্যাডঃ ওমর ফারুক, অ্যাডঃ রেজাউল আলম, নড়াইল সিটি কলেজের অধ্যাপক মোঃ মনিরুজ্জামান মল্লিক, নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর কাজী জাহিদুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৈয়দ নাজমুল হুদা, অ্যাড. সঞ্জিব বসু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম, অ্যাডঃ নাজমুল হাসান লিটন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক আ ন ম আরিফুল হক, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শক্তিপদ বিশ্বাস, সোনালী ব্যাংক রূপগঞ্জ শাখার আইটি ইনচার্জ সুদীপ্ত সাহা, রাজশাহী জেলা কমিটির বর্তমান সভাপতি সুরুজ সরদার, সাধারণ সম্পাদক আশীষ বিশ্বাস প্রমুখ। মিলনমেলায় স্মৃতিচারণ ছাড়াও র‌্যাফেল ড্র, হাড়িভাঙ্গা, চেয়ারসিটিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।