বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে নড়াইল শিশু একাডেমিতে ৩দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

0
4
বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে নড়াইল শিশু একাডেমিতে ৩দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন
বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে নড়াইল শিশু একাডেমিতে ৩দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে নড়াইল জেলা শিশু একাডেমিতে ৩দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে। শনিবার জেলা শিশু একাডেমি চত্বরে যেমন খুশি তেমন সাজো, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

জেলা প্রশাসন, নড়াইল এর সহযোগিতায় জেলা শিশু একাডেমি , নড়াইল এর আয়োজনে সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ অলিয়ার রহমানএর সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুব্রত কুমার, অবসর প্রাপ্ত অধ্যক্ষ রওশন আলী, সংগীত শিল্পী মোঃ নাজমুল ইসলাম, আশীষ বিশ্বাস, সৌরভ ব্যানার্জী,সরকারি কর্মকর্তা, জেলা শিশু একাডেমির কর্মকর্তা, অবিভাবক, সাংবাদিক, শিশু প্রতিযোগিরা মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

৩দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শিশু সমাবেশ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও শিশু ও অবিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ, আবৃত্তি, সংগীত, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।